বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে যোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে যোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

শ্যামনগর উপজেলার যোগদানকৃত ইউএনওর সঙ্গে বুধবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, সুন্দরবন প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সীমান্ত প্রেস ক্লাব, উপকূল প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপজেলার নব যোগদানকৃত ইউএনও মোছা. রনী খাতুন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সভাপতি প্রভাষক সামিউল মনির, রণজিৎ বর্মন, এসকে সিরাজ, আনিস সুমন, সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে ওসমানী গণী সোহাগ, নিপা চক্রবর্তী, অনলাইন নিউজ ক্লাবের পক্ষ থেকে মাহমুদুল ফিরোজ, উপকূল প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুল হালিম, রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে গাজী আল ইমরান। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

টিএইচ